শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে একটি প্লাস্টিক ভাঙ্গারি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ওই দোকানের পুরাতন প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, আমজাদ হোসেন নামে এক ব্যক্তি মোকামতলা বন্দরের দক্ষিণে মহাসড়কের পাশে ভাঙ্গারির দোকান পরিচালনা করেন। তার দোকানে পুরাতন টায়ার ও প্লাস্টিকসহ নানা ধরনের ভাঙ্গারির মালামাল মজুদ করা ছিলো। আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ওই দোকানের পাশে ময়লার স্তুপে আগুন দেওয়া হয়। সেখান থেকে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাতাব হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।