1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে ৪৬ টি গরু বিতরণ - Daily Bogra Times
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে ৪৬ টি গরু বিতরণ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ Time View
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে ৪৬ টি গরু বিতরণ
print news

বগুড়ার শেরপুর উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বকনা বাছুর বিতরণ করা হয়েছে

দরপত্র অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান জেন টেক ইন্টারন্যাশনাল লিমিটেড নির্ধারিত ওজনের গরু দেওয়ার কথা থাকলেও বিতরণের সময় ১২টি গরুর ওজন কম ধরা পড়ে। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমানের নজরে এলে তিনি আপত্তি জানান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই গরুগুলো পরিবর্তন করে নতুন
গরু সরবরাহ করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ওমর ফারুক বলেন, “আমরা খামার থেকে নির্ধারিত ওজনের গরু সংগ্রহ করেছি। তবে ভুলবশত কিছু গরুর ওজন কম ছিল, যা পরে সংশোধন করে সঠিক ওজনের গরু বিতরণ করা হয়েছে।”

উপজেলা ভেটেরিনারী হাসপাতাল চত্বর মুক্ত মঞ্চে উপজেলা প্রানি সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. মোক্রেমা আক্তারের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নিয়ায কাযমীর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশীক খান। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুবিধাভোগী ৪৬ পরিবারের মাঝে বাড়ন্ত বকনা বাছুর ও ১’শ কেজি করে গরুর খাবার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews