শেরপুর,বগুড়া প্রতিনিধি: “মাদকে না বলুন, বিনোদন কে হ্যা বলুন” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার চকপতা এলাকায় দুই দিন ব্যাপী ক্রিয়া ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ৩১ জানুয়ারী রাত ৯ টায় যমুনা অপেরা নাট্যাদলের অভিনয়ে মঞ্চস্থ হয় “বেদের মেয়ে জ্যোৎস্না” ও বৃহস্পতিবার মঞ্চস্থ হয় “সাগর ভাসা” এম এ হাই পরিচালিত উভয় নাটকের পরিচালনায় ছিলেন, সফিকুল, আবু বকর ও তসলিম ।
চকপোতা যুব সমাজ কর্তৃক আয়োজিত মেলায় মোঃআব্দুল গাফফার মন্ডল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ- সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মন্ডল, মোঃ রঞ্জু মণ্ডল, মোঃ আমজাদ মন্ডল, মোঃ রেজাউল করিম, মোঃ ইউসুফ, মোঃ নজ্রুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ জুয়েল, মোঃ আরিফুল ইসলামসহ প্রমুখ।
এর আগে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, খেলাগুলোর মধ্য ছিল, বাচ্চাদের দৌর প্রতিযোগিতা ,মহিলাদের বালিশ খেলা, ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের দরি খেলা। খেলায় অংশগ্রহনকারী প্রত্যক বিজয়ীর মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।