বগুড়ার শেরপুর উপজেলায় চলতি বড়ো মৌসুমে ধান ও সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯৯২৯ মেট্রিক টন ধান ও সেদ্ধ চাউল ।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলায় এ বছর ৩১৭০ হেক্টর জমিতে হাইব্রিড ও ১৭৩১৫ হেক্টর জমিতে উপসি জাতের ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ হয়েছে ৮৭ হাজার ২৬৩ মেট্রিক টন।
শেরপুর উপজেলা এলএসডি (লাইসেন্সড স্টোর ডিস্ট্রিবিউটর) থেকে ধান ও সেদ্ধ চাল সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ধান সংগ্রহের জন্য ১,৩০৩ মেট্রিক টন এবং সেদ্ধ চাল সংগ্রহের জন্য ১৮,৬২৬ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরপুর এলএসডি ফরিদুল ইসলাম জানান, আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করেছি। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে, যা সরকারের খাদ্য মজুদে অবদান রাখবে।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ১৭.৫ লাখ টন ধান ও সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।
বোরো ধান সংগ্রহের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং সেদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রতি কেজিতে ৪ টাকা বেশি। ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
গত বছর ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল।