বগুড়ার শেরপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির কয়েকটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১ঃ৩০ এর দিকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে আবু বক্কর ছিদ্দিক নান্নু (৬২) এর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তিনি মৃত আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নান্নু উচ্চ রক্তচাপ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের লোকজনসহ বগুড়ায় অবস্থান করছিল। তার বাড়ীতে কোন লোকজন ছিল না। প্রতিবেশী লোকজন তার বাড়ীতে আগুন জ্বলতে দেখলে আশে পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং শেরপুর ফায়ার সার্ভিসেকে খবর দেয়।
পরে, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই ঘরের রুমের মধ্যে থাকা ফ্রিজ, টিভি,খাট, আলমারি, সোফা, আসবাবপত্র, দলিলপত্র, নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে । তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।