বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মোঃ মাসুম বিল্লাহ (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণ গত ২০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মাসুমের পিতা আব্দুল সাত্তার ও মাতা নাসিমা জানান, গত ২০ এপ্রিল সকালে মাসুম বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মাসুমের গায়ের রঙ শ্যামলা, শারীরিক গঠন মাঝারি এবং তিনি মানসিক রোগে ভুগছেন। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, তা পরিবার নিশ্চিত করতে পারেনি।
মাসুমের মানসিক অসুস্থতার কারণে তার পরিবার যেকোনো দুর্ঘটনার আশঙ্কা করছে। তারা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। পরিবারের সদস্যরা বলেন, “আমরা দিশেহারা হয়ে পড়েছি। আমাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চাই।”
শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ মাসুমের সন্ধানে কাজ করছে। তিনি স্থানীয়দের কাছে মাসুমের বিষয়ে কোনো তথ্য পেলে থানায় জানানোর অনুরোধ করেছেন।