1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
বড়পুকুরিয়া তাপবিদ্যুআৎ কেন্দ্রের ৩টির মধ্যে ২টি ইউনিটে উৎপাদন বন্ধ » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

বড়পুকুরিয়া তাপবিদ্যুআৎ কেন্দ্রের ৩টির মধ্যে ২টি ইউনিটে উৎপাদন বন্ধ

দিনাজপুর প্রতিনিধিঃ-
  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পঠিত
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটির মধ্যে দুইটি ইউনিটে উৎপাদন বন্ধ দিনাজপুর) : বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ফলে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটে গত শুক্রবার বিকেল সোয়া ৫টা থেকে উৎপাদন শুরু হয়েছে। ৩নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এ ইউনিটে ২১০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের ৩য় ইউনিট স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক দুই হাজার তিনশ’ মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে কয়লা মজুত রয়েছে ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা। গত ৩১ জুলাই ৩নং ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এক মাস ৬ দিন বন্ধ থাকার পর তা চালু করা হলো। অন্যদিকে গত শুক্রবার রাত পৌনে ৯টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। ১নং ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো ৬০-৬৫ মেগাওয়াট। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক কয়লা সরবরাহ করা হয় প্রায় ৪ হাজার মে. টন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ হয়ে আছে। এখনও কাজ চলছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে তিনটি ইউনিট একই সঙ্গে কখনই চালানো হয়নি। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৩নং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। রাত পৌনে ৯টায় কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, একসাথে তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ থাকায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলা লোডশেডিংয়ের কবলে পড়ে। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে ভয়াবহ লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
print news

দিনাজপুর : বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ফলে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটে গত শুক্রবার বিকেল সোয়া ৫টা থেকে উৎপাদন শুরু হয়েছে।

৩নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এ ইউনিটে ২১০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের ৩য় ইউনিট স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক ২ হাজার ৩০০’শ মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে কয়লা মজুত রয়েছে ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা। গত ৩১ জুলাই ৩নং ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এক মাস ৬ দিন বন্ধ থাকার পর তা চালু করা হলো।

অন্যদিকে গত শুক্রবার রাত পৌনে ৯টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। ১নং ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো ৬০-৬৫ মেগাওয়াট। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক কয়লা সরবরাহ করা হয় প্রায় ৪ হাজার মে. টন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ হয়ে আছে। এখনও কাজ চলছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে তিনটি ইউনিট একই সঙ্গে কখনই চালানো হয়নি। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৩নং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। রাত পৌনে ৯টায় কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, একসাথে তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ থাকায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলা লোডশেডিংয়ের কবলে পড়ে। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে ভয়াবহ লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews