বদরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. তছলিম উদ্দিন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।সোমবার (৩ মার্চ) ভরের দিকে এই ঘটনাটি ঘটে। মৃত তসলিম উদ্দিন বাহাউদ্দীন পাড়া গ্রামের আফাছ উদ্দিনের ছেলে।
জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ বাহাউদ্দীন পাড়া গ্রামে ভোরের দিকে তার স্ত্রী দেখতে পান ঘরের টুঁয়ে গলায় ফাঁস দিয়ে রয়েছে স্বামী তসলিম উদ্দিন। স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামান। সকালে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত তসলিম উদ্দিন মানসিক রোগী, তার দুটি কিডনি ড্যামেজ, দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছে। তার বাবা বৃদ্ধা। হঠাৎ করে গলায় ফাঁক দিয়ে রয়েছে তসলিম উদ্দিন।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন তসলিম উদ্দিন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। পরিবার আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।