মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি – রংপুরের বদরগঞ্জে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে শ্রীমতি প্রতিমা রায় (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল বাবুপাড়া গ্রামে। মৃত প্রতিমা রায় বাবুপাড়া গ্রামের খগিক মন্ডল স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রতিমা রায়ের মোবাইলে একটি ফোন কল আসাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।সন্ধ্যার দিকে স্থানীয় ও পরিবারের লোকজন নিয়ে মীমাংসাও করা হয়। আজ বুধবার সকাল ৬ টার দিকে স্বামী খগিন মন্ডল প্রতিমা রায়ের মায়ের কাছে কথা বলতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরের তীরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
মৃত প্রতিমা রায়ের বাবা সন্তোষ রায় বলেন, কুলখানি খাওয়ার জন্য গতকাল মঙ্গলবার মেয়ের সাতে মোবাইলে কথা হয়।সকালে শুনতে পাই আমার মেয়ে গলায় ফাস দিয়ে মারা গেছে।
বদরগঞ্জ থানার পরিদর্শক এসআই তোজাম্মেল হক বলেন,সকালে রামনাথপুর ইউনিয়নের বাবুপাড়া গ্রাম থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।