মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ- রংপুরের বদরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক চপল রায়হান (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় কালুপাড়া ইউনিয়নের উন্তাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। গ্রেফতারকৃত চপল রায়হান বিষ্ণুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা আহসান আলী ছেলে।
পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী,অপারেশন ডেভিল হান্ট বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে কালুপাড়া ইউনিয়নের উন্তাপাড়া থেকে ডেভিল হান্ট অপারেশনে তাকে গ্রেফতা র করে থানায় আনা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে রংপুর হাজতে পাঠানো হবে।