বুলবুল আহম্মেদ, ( বুলু),বদলগাছী উপজেলা প্রতিনিধি : মোটা দানার খদ্য শস্য ভোট্রা। সবুজ পাতার ভাঁজে হালকা ডগায় সোনলী ফুলের মাঝে লুকিয়ে থাকা এ শস্য দাঁনা খােদ্যের যোগানে বিপ্লব ঘটাতে পারে কৃষিতে। নওগাঁর বদলগাছী উপজেলার ভূগর্ভস্থ পানিস্তর কমে যাওয়ায় স্বল্প সময়ে কম পানিতে কৃষকদের রবিশস্য আবাদের জন্য উৎসাহ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ে ও কম পরিশ্রমে এ উপজেলায় ভুট্টা চাষে উজ্জল সম্ভাবনার দেখা দিয়েছে। সে কারনে লক্ষ্য মাত্রার প্রায় অধিক পরিমান জমিতে ভূট্রা চাষ হচ্ছে । আবহাওয়া অনূকুলে থাকায় মাঠ জুড়ে ভুট্টার গাছে সবুজ পাতা ঝলমল করছে। বাজার দর ভাল পেলে আগামীতে ভুট্টার চাষ আরো বৃদ্ধিপাবে এমনটাই জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ১৩০ হেক্টর জমিতে ভুট্রা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে লক্ষমাত্রা ছাড়িয়ে প্রায় ১৩৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। ভূট্রা চাষ আরও বাড়বে বলে আশা করছে তারা। এনএইচ-৭৭২০,টিএসি, কাবেরী, ডিফাল্ব,পাইওনিয়র,ইস্পাহানী লাকি৭ ভুট্টা সহ আরও বিভিন্ন জাতের ভূট্রার চাষ হয়েছে। এ উপজেলায় প্রধান অর্থকারী ফসল ধান। গত কয়েক বছর থেকে কৃষকরা ধানের আবাদের পাশাপাশি ভূট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে।
ভুট্টার আবাদে রোগবালাই তেমন নাই। বোরো ধানের চাষ কিছুটা কমিয়ে দিয়ে ওইসব জমিতে ভুট্টা চাষের দিকে কৃষকদের আগ্রহ বাড়ছে। ভুট্টার দাম সরকারি ভাবে নির্ধারন করা হলে কৃষকরা নায্য মূল্য পাবে এমনটাই প্রত্যাশা কৃষকদের।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, দিন দিন ভূট্টা চাষ বাড়ছে। স্বল্প পানি দিয়ে অল্প সময়ে ফসল চাষ হয়। কম খরচে অধিক লাভ হয়। এ জন্য ভূট্টা চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলার বেশ কিছু কৃষককে ভুট্টা চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। আগামীতে ভুট্টার আবাদ আরো বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন তিনি।