বদরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ বদলি হয়ে চলে গেলেন বদরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির। তিনি সততা, নিষ্ঠা আর মানবিকতার সঙ্গে ৫ মাস ১৮ দিন দায়িত্ব পালন করেন। চলতি বছরে ১৯ মে বদরগঞ্জ থানায় যোগ দেন। যোগদানের পরেই এলাকার আইন শৃংখলা উন্নয়নে কাজ করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর বদরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকজন থানায় গিয়ে ওসি আবু হাসান কবির কে ফুলের শুভেচ্ছাও জানিয়েছেন।
সরকার পতনের পর ওসি আবু হাসান কবির রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা দেখা দিলেও তিনি শান্তি ফিরে নিয়ে এসেছেন। ঘটনা ঘটলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা থাকলে তিনি নিজেই ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত ৫ মাস ১৮ দিনে অজস্র দৃষ্টান্ত স্থাপন করেছেন। বদরগঞ্জ উপজেলার বেশ কিছু নেতাকর্মী বলেন, পুলিশ কর্মকর্তা যে মানবিক হন এবং জনসেবা করেন তার দৃষ্টান্ত ওসি আবু হাসান কবির। তার সময়ে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হওয়াতে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এ ছাড়াও আইন শৃংখলা রক্ষার পাশাপাশি মানবিক কাজ শুরু করেন। অযথা লোকজনকে মামলার ফাঁদে ফেলে হয়রানি না করে লোকজনের মধ্যে সহনশীলতার আর্দশ ছড়িয়ে দেন। অনেকে থানায় মামলা করতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবিরের পরামর্শে নিজেদের মধ্যে সমঝোতা করেন। সহিংসতা নয়, শান্তি ছড়িয়ে দিয়েছেন বদরগঞ্জ উপজেলা বাসীকে।
সাবেক ওসি আবু হাসান কবির বদরগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। মাদক, দাঙ্গা সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করেন। জেলা পুলিশ সুপারের নির্দেশে বদরগঞ্জ কে অপরাধমুক্ত এলাকা হিসাবে গড়ার জন্য কাজ করেছেন।
সাবেক ওসি আবু হাসান কবির জানান, বদরগঞ্জ উপজেলা বাসীকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে কাজ করেছেন।আইন শৃংখলা রক্ষায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক দলের কর্মী, নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকেরা সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। বদরগঞ্জের লোকজন অনেক ভালো দায়িত্ব পালনকালে তাদের সহযোগিতা পেয়ে ধন্য বলে মন্তব্য করেন তিনি।