আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বন্যার্তদের সহযোগীতায় এবার এগিয়ে এসেছে বগুড়ার
সান্তাহার জংশন শহরের হরিজন সম্প্রদায়ের দুটি পল্লীর কিছু শিক্ষার্থী যুবক । নিজেদের স্বল্প আয়
থেকে অর্থ দিয়ে বন্যার্তদের সাহায্যে করেছেন ওই পল্লীর বাসিন্দারা । গত দুই দিন ধরে হরিজন পল্লীর
বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করেন হরিজন যুবকরা । গত দুই দিন ধরে তাঁরা প্রায় তিন হাজার
টাকা অর্থ সংগ্রহ করেছেন ।
বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ও বগুড়া আজিজুল হক কলেজের ব্যব¯া’পনা বিভাগের শেষ বর্ষের
শিক্ষার্থী রাজন বাসফোর বলেন,যাঁরা আমাদের সাথে বন্যার্তদের সাহায্যে কাজ করছেন তাঁরা
সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী । আমাদের সম্প্রদায়ের মানুষ স্বল্প আয়ের হলেও তাঁরা
তাঁেদর সামান্য সাহায্যে নিয়ে অসহায় মানুষের মাঝে দাড়িয়েছে । তিনি বলেন, সারা দেশে তাঁদের
সংগঠন রয়েছে,এই সংগঠনের মাধ্যমে সংগৃহিত টাকা বন্যার্তদের মাঝে বিতরন করা হবে । এ সময়
সান্তাহার হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ওম বাসফোর,ভোলা বাসফোর শংক বাসফোর, রাজ
বাসফোর,শান্ত বাসফোর প্রশান্ত হাড়ি ও হৃদয় হাড়ি উপস্থিত ছিলেন ।