বাংলাদশে ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বগুড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন ।
বাংলাদেশের লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের প্রধান কারণ হেপাটাইটিস বি। বর্তমানে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত জনসংখ্যা প্রায় ৮৫ লাখ মানুষ।
হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাসহ লিভারের সকল চিকিৎসা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের লিভার বিভাগেই হচ্ছে । হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে দেশ বরেণ্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন ।
মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে বগুড়া শজিমেক হাসপাতালের সামিয়া ইসলাম গ্যালারিতে ওই হাসপাতালের হেপাটোলজি (লিভার) বিভাগ ওই বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন দেশ বরেণ্য চিকিৎসক, গবেষক ও লিভার বিশেষজ্ঞ এসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিএমএ) বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জুলফিককার আলম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন শজিমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, শজিমেকের শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে অধ্যাপক ডাঃ নিতাই চন্দ্র সরকার, ডাঃ আহমেদ আশাফুদ্দৌলা ও ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ।
এছাড়া বক্তব্য রাখেন লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ এস এম সাদেকুল ইসলাম। সম্মেলনে ৪ শতাধিক শিক্ষার্থী, চিকিৎসক ও শিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনে ১৫১ জন প্রথম র্বষ এমবিবিএস শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রীনিং এবং টিকা প্রদান করা হয়।