1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যরাতে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা আড়াই কেজি চালে মিলছেনা এক কেজি আলুর বীজও রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুষ ছাড়া মিলবেনা খতিয়ান-নকশা মাস্ক-বিবেককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান বেড়েছে টিকিটের দাম কমেছে দর্শক মালদ্বীপের কাছে বাংলাদেশের হার সরকার চাইলেই মাঠ ছাড়বে সেনাবাহিনী: কর্নেল ইন্তেখাব জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মান্দায় বিএনপি’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু ফুলবাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা রাণীনগরে সাংবাদিকের উপর হামলা নিখোঁজের ৮ দিন পর গর্ত থেকে পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় প্রশিকার স্মার্ট লিগ্যাল এইড কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা

স্পোর্টস ডেস্কঃ-
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা
print news

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৩ রান। বাকি ২৭ ওভার থেকে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৪৫ রান

সবশেষ বিপিএলে গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এবার সাদা বলেও বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আজ অভিষেকেই ১৫০ কিমি গতি তুলেছেন এই ডানহাতি পেসার।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন রানা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই নিজের সক্ষমতার জানান দেন তিনি। আফগান শিবিরে আজ বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন অভিষিক্ত এই পেসার। ইনিংসের ৮ম ওভারে তার দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়েছেন সেদিকুল্লাহ অটল। ১৪ রান করে এই ওপেনার ফেরায় ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি রহমত শাহ। ১৪তম ওভারে শেষ বলটি খাটো লেংথে করেছিলেন মুস্তাফিজ। সেখানে পুল করতে গিয়ে ব্যাটের ঠিক জায়গায় লাগাতে পারেননি রহমত। ডাইভ দিয়ে ফিরতি ক্যাচ নেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৮ রান।

এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকেও নিজের শিকার বানিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক। ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচটি নিয়েছেন সৌম্য। ২১ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।

এর আগে শারজাহতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews