নবাবগঞ্জ, দিনাজপুরঃ- দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক ভারপ্রাপ্তসেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্মরণকালের বিশাল বিক্ষোভ সমাবেশ ওমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১১ সালে এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলা ও সাজানো সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালতে উত্থাপিত সাক্ষ্য ও প্রমাণগুলো অসঙ্গতিপূর্ণ এবং ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন হলেও এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। তারা অভিযোগ করেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশেও জামায়াত বৈষম্যের
শিকার হচ্ছে। সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। মিছিলে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আসা প্রায় ৭০-৮০ হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে
সূরা সদস্য আনোয়ারুল ইসলাম, এবং শহর জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান এবং বর্তমান অন্তরর্তীকালীন সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।