মোঃ রওশন আলম,মান্দা,নওগাঁ- নওগাঁর মান্দায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখা গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রিঃ) বেলা ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি মিলনায়তনে এস এম এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয।
সম্মেলন উদ্বোধন করেন মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাফিজুর রহমান হাফিজ, প্রেসিডিয়াম সদস্য, (বাশিস) কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, শিক্ষাক কর্মচারী ঐক্য জোট, নওগাঁ জেলা শাখা।
প্রধান বক্তা মোঃ এনামুল হক (ভিপি), সাধারণ সম্পাদক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখা,
বিশেষ অতিথি মোঃ গোলাম সারওয়ার স্বপন, যুগ্ম মহাসচিব (বাশিস) কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাশিস নওগাঁ জেলা, মোঃ এমদাদুল হক মুকুল, সভাপতি (বাকশিস) নওগাঁ জেলা শাখা, মোঃ আজাহার আলী সেতু, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, নওগাঁ জেলা শাখা, মোঃ মোশাররফ হোসেন সহ-সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখা, মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখা সহ মান্দা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি এসএম এরফান আলী মিয়া, সিনিয়র শিক্ষক, ভারশো ইসলামীয়া দাখিল মাদ্রাসা, সাধারণ সম্পাদক, মোঃ সোহরাব হোসেন, সুপারিনটেনডেন্ট,কোচড়া দাখিল মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাদ্দীদ আল হাবিব, সহকারী শিক্ষক, বানিশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।