1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১০০ টন আতপ চাল আমদানি » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ ১২ ডিসেম্বর রাধা রানী গুপ্তা’র১২ তম মৃত্যুবার্ষিকী জিডি হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ  জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় স্বীকৃতি স্বরূপ মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ফুল  সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত শিশুদেরকে পুরষ্কার বিতরণ  সিংড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত আদমদীঘি রক্তদহ বিলে পানি নেই, বর্তমানে আমন আবাদের সমারোহ চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রলির নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত ভুরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ আসছে বিভিন্ন দিবস যশোর ঝিকরগাছায় গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা আজ যশোরের মানুষের গর্বের দিন টাউন হল মাঠে হয়েছিলো স্বাধীন দেশের প্রথম জনসভা ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানিতে বিকল্প বাজারের খোঁজে ভারতে ভাঙ্গা হলো ২০০ বছরের মসজিদ

বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১০০ টন আতপ চাল আমদানি

নিউজ ডেস্কঃ-
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১০০ টন আতপ চাল আমদানি
print news

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যের সিংহভাগই মূলত পাথর। তবে কয়েক বছর পর বন্দরটি দিয়ে চাল আমদানির অনুমতি মিলেছে। এর ধারাবাহিকতায় বন্দরটি দিয়ে চলতি বছর দ্বিতীয় দফায় ১০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে

গত রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত চারটি ট্রাকে এসব চাল দেশের বন্দরটিতে পৌঁছায়।

এর আগে গত ২৬ নভেম্বর বেশ কয়েক বছর পর বন্দরটি দিয়ে ১০০ টন চাল দেশে আনা হয়েছিল। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে এসব আমদানি করা হয় বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ২৬ নভেম্বর ৪টি ট্রাকে ৯৯ দশমিক ৯৩ টন চাল আমদানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গতকালও ৪টি ট্রাকে ১০০ দশমিক ২২ টন চাল আমদানি করা হয়েছে।

গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর পণ্যটির ছাড়পত্র দেওয়া হয়। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ ও সঙ্গনিরোধ কেন্দ্রের সঙ্গনিরোধ কীটতত্ত্ববিদ মো. আবু মোহাদ্দেস বলেন, ‘আমরা মূলত আমদানি করা পণ্যের সঙ্গে কোনো কোয়ারেন্টিন পেস্ট আসছে কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষা করি। গতকাল আমদানি করা চালও আমরা পরীক্ষা করে দেখেছি। সেগুলো উদ্ভিদের রোগবালাইমুক্ত ছিল।’

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালু হয়। এরপর ২০১১ সালের ২২ জানুয়ারি এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গেও দ্বিপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি এ বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়। ২০১৭ সালের ১ জানুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে শুরু হয় পণ্য আমদানি-রপ্তানি।

এই বন্দর দিয়ে দিনে অন্তত ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি এবং অন্তত ৫০ থেকে ১০০টি ট্রাকে পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে ৯৫ শতাংশ পাথর। এসব পাথর ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়। এ ছাড়া নেপাল থেকে চিটাগুড় ও মসুর ডাল এবং ভারত থেকে মাঝেমধ্যে চাল ও পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে আছে গার্মেন্টস ঝুট, পাট, প্রাণের খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ব্যাটারি, ওষুধ, পিভিসি ডোর, জুট ইয়ার্ন, ক্লিয়ার ফ্লট গ্লাস ও টিস্যু পেপার। এসব পণ্য ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews