বিএনপিকে জনগণ পরিত্যাগ করেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী।
একদফা দাবি নিয়ে বিএনপি যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিএনপিকে জনগণ ‘পরিত্যাগ করেছে’। তাদের কর্মসূচি সফল হতে পারে না।
ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্ম দিবসে রোববার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির একদফার আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক কথা বলা হয়, কার্যত কী হয় সেটি আপনারাও দেখেন। যাদের জনগণ পরিত্যাগ করেছে তারা কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে সেটা আমার বোধগম্য নয়।
তিনি বলেন, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বিএনপি ঘটাতে পারে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হতে পারে, গাড়ি ভাঙচুর করতে পারে। সেসব ঘটনার তারা পুনরাবৃত্তি ঘটাতে পারে।
বিএনপি ‘সুপার পাওয়ার’ নিয়ে সরকার পতনের আন্দোলন করছে, একজন গণমাধ্যমকর্মীর এমন একটি মন্তব্যের জবাবে কামাল বলেন, সুপার পাওয়ার কাকে বলে সেটা আমরা বুঝি না। আমরা যাকে সুপার পাওয়ার বলি, সেটা হলো জনগণ। জনগণই হলো সুপার পাওয়ার। তাদের ওপর সুপার পাওয়ার আর কারও নেই।
তিনি আরও বলেন, আমরা মনে করি, জনগণকে সঙ্গে না নিয়ে যদি কোনো কিছু হয় তবে সেটা কোনো দিন সফল হবে না। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের শক্তিতেই আমরা চলি/।