1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বিএনপির কেউ চাঁদাবাজি-জমি দখল করলেই খবর দিবেন » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি বীরের দল ডাঃ এজেডএম জাহিদ হোসেন ৪দিনে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে ৪১০ মেট্রিক টন চাল আমদানি হিলিতে কমেছে পেঁয়াজের দাম কেজি ৬০ টাকা রাণীনগরে মাদক ব্যবসায়ী আটক সুন্দরগঞ্জে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার ২ কারবারি গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন রাজশাহীতে বিচারের মীমাংসার সময় বিএনপি নেতাকে ছুরিকাঘাত আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ সাড়ে ৫০০ ফ্রিজ করা একাউন্টে ১৪ হাজার ৫০০ কোটি টাকা প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় : ডা. শফিকুর রহমান পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত বেড়ে ৪২ নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২ বেনাপোল সীমান্ত থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বিএনপির কেউ চাঁদাবাজি-জমি দখল করলেই খবর দিবেন

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জঃ- 
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
বিএনপির কেউ চাঁদাবাজি-জমি দখল করলেই খবর দিবেন
print news

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জঃ- “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আপনাদের কাছে এসেছি। বিএনপির কোন নেতাকর্মী বা বিএনপির নাম করে কেউ গত ০৫ আগষ্টের পর এলাকায় চাঁদাবাজি, জমি দখল, অন্যায়-জুলুম করলে তার তথ্য সংগ্রহ করতেই আমাদেরকে পাঠানো হয়েছে। নির্ভয়ে এসব তথ্য আমাদেরকে দিতে পারেন। প্রকাশ্যে বলতে ভয় পেলে, গোপনে জানান। আমরা এসব অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিব”

চায়ের দোকানে বসে ও মোড়ে মোড়ে ঘুরে জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। সাথে জনতার মাঝে বিতরণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট। দেশ সংস্কার করে সুখী সমৃদ্ধ উন্নত দেশ গঠনে বিভিন্ন মতামত ও অভিযোগ শুনছেন তারা।

গত শুক্রবার (০১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড় মোড় ও শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা ও গোমস্তাপুরে ঘুরে ঘুরে এসব মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন যুবদলের নেতৃবৃন্দ। 

জনসাধারণের সাথে মতবিনিময় করেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল আহমেদ। এসময় তারা বলেন, আগামীতে দেশ গঠনে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অভিযোগ, সমস্যা, সংকট শুনতেই জেলা পর্যায়ে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনে ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে৷ জনসাধারণকে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে তার ধারনা দেয়া হচ্ছে। 

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল আহমেদ আরও বলেন, রাষ্টকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফায় পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার কথা উল্লেখ করা হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি এই সংস্করণ না থাকায় আজীবন ক্ষমতায় থাকার নেশায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। এই দফাটি বাস্তবায়ন হলে এমন ক্ষমতালোভী হয়ে এসব হত্যাকান্ড করতে পারতেন না। ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা দেয়া হয়েছে। এছাড়াও একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনের সকল উপাদান রয়েছে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায়।

লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. আব্দুস সালামসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews