বিএনপির পদযাত্রায় অংশ নেবেন শেরপুরের হাজার হাজার নেতাকর্মী- বাবলু।
আগামি ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন শেরপুর উপজেলা ও পৌর বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী। রোববার ( ১৬জুলাই) সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক দফা বর্তমান সরকারের পতনের দাবিতে ওই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, শফিকুল ইসলাম শফিক, শফিকুল ইসলাম আরফান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিএম মোস্তফা, ড. মাহবুব হোসেন, হামিদুল হক সরকার বেলাল, এস এম আব্দুর রশিদ মুকুল, মোনায়েম হোসেন, ফেরদৌস রহমান, জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, আবু সাইদ, বদিউজ্জামান বদি, আব্দুল হামিদ, শেখ ফরিদ, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ মোঃ কাউছার আলী কলিন্স, আলমগীর হোসেন, কৃষকদল নেতা আবু সাইদ, নুরুল ইসলাম নুরু, মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে হেঁচড়ে নামাতে এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির প্রথমেই পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। এটি সফল করতে হবে। গণঅভূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। পদযাত্রায় সব শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি করার মাধ্যমে সেটি প্রমাণিত হবে। তাই এই শেরপুর উপজেলা ও পৌর বিএনপির অন্তত পাঁচ হাজার নেতাকর্মী বগুড়ায় অনুষ্ঠিতব্য পদযাত্রায় অংশ নেবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।