1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ ইস্যুতে মোদির সঙ্গে জয়শঙ্করের বৈঠক ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টে রাষ্ট্রপক্ষ বেনাপোল দিয়ে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল পূবালী ব্যাংক আবাদপুকুর হাট উপশাখার উদ্বোধন সড়কে ঝরল পিকআপ চালকের প্রাণ সোনাহাট স্থলবন্দরে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ১৪৪ ধারা জারি বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা পাঁচবিবিতে পপুলার কিন্ডারগার্টেন এন্ড স্কুলে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত  সলঙ্গায় জমে উঠেছে শীতবস্ত্র বেচাকেনা রংপুরে পুকুরে ডুবে একজনের মৃত্যু মহাদেবপুরে নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী উধাও ইসকন নিষিদ্ধের দাবিতে হিলিতে বিক্ষোভ মিছিল আমরা আবরার ও আলিফের উত্তরসূরি : হাসনাত-সারজিস ভারতের আজমীর শরীফের নিচে মন্দির আছে দাবি : হিন্দু সেনা বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে : মাহাথির মোহাম্মদ

বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা

মনির হোসেন -
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা
print news

বেনাপোল প্রতিনিধি:- বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে বেনাপোলের একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার ২৭নভেম্বর  শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা বাদী হয়ে তিনজনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার দু’ছেলে আনোয়ার হোসেন ও জামাল হোসেন এবং ভবের বেড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তনিমা তাসনুভা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশন এবং এর জমি পৈত্রিক সূত্রে শার্শা উপজেলার কাগজ পুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তিনি। তার জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর খুলনার সনদপত্র রয়েছে। কিন্তু আসামি আনোয়ার হোসেন ও জামাল হোসেন চক্রান্ত করে অপর আসামি ইব্রাহিম হোসেনের সহায়তায় একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া অ্যাফিডেভিট তৈরি করেন। ওই অ্যাফিডেভিটে মেসার্স তনিমা ফিলিং স্টেশনের সাবেক স্বত্বাধিকারী গোলাম কিবরিয়ারও স্বাক্ষর জাল করা হয়। এই ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে আসামিরা মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। বিষয়টি তনিমা তাসনুভা জানতে পেরে আদালতকে অবহিত করে। পরে আদালতের মাধ্যমে তিনি জানতে পারেন, অ্যাফিডেভিটটি ভুয়া এবং এতে বিচারকের স্বাক্ষর ও সিলও জাল। এ কারণে তিনি আদালতে মামলা করেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews