শেষ হলো মোস্তাফিজের আইপিএল। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে এবার দেশে আসার পালা। শেষ ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে উইকেটশূন্য থাকার পাশাপাশি নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ। পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংস হেরেছে ৭ উইকেটে।
বুধবার (১ মে) চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জনি বেয়ারেস্ট্রোর ৩০ বলে ৪৬ ও রাইলি রুশোর ২৩ বলে ৪৩ রানের সুবাদে ৭ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব কিংস। এটি তাদের চতুর্থ জয় এবারের মৌসুমে।
চেন্নাইয়ের হয়ে শার্দুক ঠাকুর, রিচার্ড গ্লিসন ও শিবাম দুবে নেন ১টি করে উইকেট। দল হারলেও নিজের শেষ ম্যাচে ইকোনমিকাল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ১টি মেইডেনসহ ২২ রান দেন তিনি।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের ৪৮ বলে ৬২ ছাড়া তেমন কোনো বড় স্কোর কোরতে পারেনি চেন্নাইয়ের। আজিঙ্কা রাহানে ২৯, সামির রিজভী ২১, মঈন আলী ৯ এবং মহেন্দ্র সিং ধোনি করেন ১৪ রান। স্বাগতিকদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৬২।
পাঞ্জাবের হয়ে হারপ্রীত ব্রার ও রাহুল চাহার জোড়া উইকেট শিকার করেন। কাগিসো রাবাদা ও অর্শদীপ সিং নেন সমান ১টি করে উইকেট। একটি হয় রানআউট।
চেন্নাইয়ের হয়ে নিজের শেষ ম্যাচে উইকেশূন্য থাকলেও ৯ ম্যাচেও ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত এবারের আইপিএলে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে আছেন মোস্তাফিজুর রহমান।