বিনোদন ডেস্কঃ- নিশ্চয় সবার এখনো শিশুশিল্পী শরিফুল ইসলামের কথা মনে আছে। নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপ বলার পর সবার কাছে পরিচিতি লাভ করে সে।
এরপর থেকে ধারাবাহিকভাবে বিজ্ঞাপনচিত্র, নাটক ও বড়পর্দায় নিয়মিত কাজ করছে। সবমিলে এখন ব্যস্ততম অভিনেতা শরিফুল।
এ শিশুশিল্পী কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ করেই ভাইরাল হলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ফেসবুকে তার একটি ছবি ছড়িয়ে পড়েছে; যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ছবিতে এই অভিনেতাকে কনের সঙ্গে কাজি অফিসে দেখা যায়। যা দেখে এটা স্পষ্ট, পাশে থাকা কনেকে বিয়ে করেছে সে।
এ নিয়ে অবাক হচ্ছেন অনেকেই। এমনকি শুরু হয়েছে নানা আলোচনা। আবার কেউ ছবিটিকে নাটকের দৃশ্য বলে দাবি করেছেন।
এ বিষয়ে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছে অভিনেতা শরিফুল। সে জানিয়েছে, ছবিটি আসলেই নাটকের একটি দৃশ্য থেকে নেওয়া।
এই অভিনেতা জানায়, অনেক আগে ‘বিয়ান আমার ক্রাশ’ নামের একটি নাটকের শুটিংয়ের ছবি এটি। আমি নিজেও দেখছি, গত কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে ছবিটি।
শরিফুল জানায়, আমি আমার দর্শকদের বলতে চাই, আমি এখনো অনেক ছোট। আমি কাজ নিয়ে আছি। আর বিয়ে, সেতো অনেক দূরের কথা।
প্রসঙ্গত, শরিফুল গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের এক নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার বাবার একটি চা-বিস্কুটের দোকান ছিল হোতাপাড়ার খতিব খামারবাড়ি এলাকায়।
সেখানে মাঝে মাঝে বসে থাকত শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে হাজির হতো। আশপাশে হওয়া শুটিং প্রায়ই লুকিয়ে দেখত শরিফুল।
এভাবেই চলছিল। হঠাৎ একদিন ছোট্ট শরিফুলকে দেখে পছন্দ হয় চিত্রগ্রাহক রাশেদ জামানের। তিনি শরিফুলের বাবার খোঁজ করতে থাকেন। বাবার সঙ্গে কথা বলে অভিনয়ের জন্য নিয়ে যান শরিফুলকে। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নাটকে প্রথম অভিনয় করে সে।
এরপর কোনো দৃশ্যে ছোটদের চরিত্রে প্রয়োজন হলে ডাক পড়তো তার।
এরমধ্যে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, অয়েল ইওর ওন মেশিন’ সংলাপ বলার মাধ্যমে সবমহলে পরিচিত লাভ করে শরিফুল।