বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরামপুর উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেল ৪টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমীর আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা দক্ষিণ সভাপতি আব্দুল কাইয়ুম, পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা নায়েবে আমীর আবুল বাশার, বিরামপুর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম , পৌরসভা কর্মপরিষদ সদস্য ডাঃ রাকিবুল ইসলাম ও ইউনিয়ন আমীর বাবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ ও পৌরসভা সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সেজন্য ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশী রাতের ভোটে ও ২০২৪ সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন । তিনি সকল শহীদের জন্য রুহের মাগফিরাত এবং দ্বিতীয় স্বাধীনতার পর ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে উদাত্ত আহ্বান জানান।