বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী হিসাবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৩২) ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী বাদশাকে চৌধুরী (৫৯) কে ঢাকা থেকে গ্রেফতার করেছেন বিরামপুর থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৩২) ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী বাদশাকে চৌধুরী (৫৯) কে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার এজাহার ভুক্ত ৯৩নং আসামী হিসাবে আব্দুর রাজ্জাক ও ১৯নং আসামী হিসাবে বাদশাকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এই দু’জন সহ এই মামলায় এ পর্যন্ত ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।