বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন আবাসিক হল কর্তৃপক্ষ।সোমবার (১২ আগস্ট) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে অবস্থানরত সকল আবাসিক শিক্ষার্থীকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কতৃক প্রেরিত পত্রের আলোকে ১১ আগস্ট, ২০২৪ থেকে হলে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হলো।এর আগে, গতকাল বেরোবির রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।