ব্যাংক লুটের ঘটনা নিয়ে দ্য আউট-লজ।
‘দ্য আউট-লজ’ একটি অ্যাকশন কমেডি ধাঁচের হলিউড সিনেমা, যার কাহিনি গড়ে উঠেছেদুটি পরিবারের মধ্যে একটি নতুন সম্পর্কের প্রাথমিক পর্যায়ের ওপর ভিত্তি করে। এছবির প্রধান চরিত্র একনিষ্ঠ তরুণ ব্যাংক কর্মকর্তা ওয়েন ব্রাউনিং ও তার প্রিয়বান্ধবী পার্কার ম্যাকডারমটের ভালোবাসার সম্পর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখন একেঅন্যকে জীবনসঙ্গী হিসেবে কাছে পাওয়ার সিদ্ধান্ত নেয়।
এক অনুষ্ঠানে পার্কার তারবাবা বিলি ম্যাকডারমট ও মা লিলি ম্যাকডারমটের সঙ্গে ওয়েনকে পরিচয় করিয়ে দেয়।হবু শ্বশুর-শাশুড়ির প্রতি ওয়েনের অনুভূতি এতটাই তীব্র হয়ে ওঠে যে, সে তাদের কাছেতার চাকরি এবং জীবনের অন্যান্য কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা করে। ওই অনুষ্ঠানেওয়েনের বাবা-মাও উপস্থিত ছিলেন। পরস্পরকে জানার পরউভয় পরিবার তাদেরসন্তানদের এই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। যখন ওয়েন ওপার্কার গাঁটছড়া বাঁধারপথে, তখনই ঘটে ব্যাংক লুটের ঘটনা। চিন্তিত হয়ে পড়ে ওয়েন।কীভাবে ঘটল এ ঘটনা? ওয়েনের মনে পড়ে, সে তার হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে একবারব্যাংক কোড এবং ব্যাংকের গোপনীয়তা প্রসঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলেছিল। তারা ব্যাংক সম্পর্কে অনেক প্রশ্নকরেছিল এবং সে সেসব গোপনীয়তা তাদের সাথে শেয়ারকরেছিল। ওয়েন এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বহিরাগত হবু শ্বশুর-শাশুড়িকেই সন্দেহকরা শুরু করে। আর এই সন্দেহের সূত্র ধরেই ছবির কাহিনি এগিয়ে যায় শেষের দিকে।
টাইলার স্পিনডেল পরিচালিত ‘দ্য আউট-লজ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়করেছেন অ্যাডাম ডিভাইন, নিনা ডব্রেভ, পিয়ার্স ব্রসনান, এলেন বারকিন প্রমুখ। ১ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপ্তির এ ছবিটি ৭ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে।