ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন রাধা-কৃষ্ণ রূপে সেজেছিল ৩ শিশু ।
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উৎসবমূখর পরিবেশে বুধবার (৬ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হিন্দু ধর্মালম্বীদের পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় স্থানীয় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম চত্বর থেকে পাঁচ শতাধিক নারী ও পুরুষের সমন্বয়ে ঢাক-ঢোল-কর্তাল বাজিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে সেজে শোভাযাত্রাকে সুন্দর্য্যবর্ধন তিন শিশু। তারা হলো, কৃষ্ণ রূপে অর্নব গাঙ্গুলী এবং রাধা রূপে অহমিতা সাহা অনুশ্রী ও অন্নপূর্ণা বিশ^াস।
এতে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যাম কালী মন্দির, শ্রীশ্রী শিব মন্দির, শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমসহ পূজা উদযাপন পরিষদ উপজেলার ৭টি ইউনিয়ন শাখা স স ব্যানারে অংশ নেন।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার আহবায়ক প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস।
এতে সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী শাখার আহবায়ক জয়রাম প্রসাদ, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক মানিক সরকার, পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিল চন্দ্র সরকার, কাজিহাল ইউনিয়ন শাখার সভাপতি হেমন্ত কুমার সরকার, বেতদিঘী ইউনিয়ন শাখার সভাপতি মনোরঞ্জন বর্মন, উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য চন্দ্রনাথ গুপ্ত চান্দা, প্লাবন গুপ্ত, পৌর শাখার সদস্য প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, উজ্জ্বল গুপ্ত প্রমুখ।
শোভাযাত্রা শেষে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে কীর্তনসহ প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়াও দিনটি পালনসহ দেশ, জাতি ও বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গল কামনায় উপজেলা জুড়ে পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। #