ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিটি নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চালটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) আমদানি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চালের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন চাল খালাসের প্রস্তুতি শুরু হয়েছে। এতে বলা হয়, এই চাল দ্রুত বাজারে বিতরণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এটি ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান খাদ্য আমদানি চুক্তির অংশ হিসেবে আসা চালের একটি বড় অংশ। ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে।
এখন পর্যন্ত চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে এবং বাকি চালগুলো শিগগিরই দেশে আসবে। সরকারের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশে খাদ্য সংকট দূরীকরণে এবং কৃষি সেক্টরের সমর্থনে ভারতীয় চাল আমদানির প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।