1. dailybogratimes@gmail.com : admin :
ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন  - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন  ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু শেরপুরে মহাসড়কে উল্টোপথে যানবাহন, বাড়ছে মিত্যু ঝুঁকি জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মান শ্রমিক নিহত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন, পাবে ৪৫ হাজার ২২৫ জন শিশু

ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন 

মাহবুব হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২ Time View
শীত কমে বাড়ছে গরম ঘরে ঘরে জ্বর-সর্দি ও কাশি
print news

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে বেপরোয়া গতিতে চলছে অবৈধ ট্রাক্টর, ট্রলি আর তিন চাকার ভটভটি। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ  যান গুলো। চালকদের নেই কোনো প্রশিক্ষণ। লুকিং গ্লাস ছাড়াই চলছে এসব যানবাহন। ফলে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এ ছাড়া এসব অবৈধ ট্রাক্টর ও ভটভটির বিকট শব্দ ও খোলামেলাভাবে বালু পরিবহনের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশুসহ বৃদ্ধরা। ট্রাক্টরসহ এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়,  উপজেলার গ্রামীণ সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কে দাপটের সঙ্গে চলছে বালুবাহী ও ইটভাটার মাটি বহনকারী  ট্রাক্টর। এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটা ও খাল-পুকুর ভরাটের জন্য। এতে সড়কগুলোতে চলাচল করা ছোট যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত। খোলামেলাভাবে অবৈধ ট্রাক্টরগুলো বালু পরিবহনের ফলে ধূলিকণা ভাসছে বাতাসে। যার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ ছাড়া রাতের বেলায় ট্রাক্টরের বিকট শব্দে ঠিকমতো লেখাপড়া ও ঘুমাতে পারছেন না শিক্ষার্থীসহ সড়কের দুই ধারে বসবাসকারীরা।

স্থানীয়দের অভিযোগ , ট্রাক্টরে করে বালু ও মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিক ও ব্যবসায়ীরা। এতে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। তাঁরা বলেন, এসব অবৈধ ট্রাক্টর রাস্তাঘাটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি করলেও তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

উপজেলা সদরের দেওয়ানের খামার গ্রামের মফিজুর ইসলাম, আফছার উদ্দিন ও নিজামুল হক জানান, অনেকেই কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে  নিজেদের ইচ্ছেমাফিক ফসলি জমির মাটি বিক্রি  করছেন। অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কৃষি কৃষিজমি ভরাট করায় পানি চলাচলের পথ নষ্ট হওয়ায় পাশের জমিগুলো চাষের যোগ্যতা হারিয়ে ফেলছে। দিন রাত ট্রাক্টর ও ট্রলি দিয়ে মাটি পরিবহনের কারণে নষ্ট হওয়া সড়ক দিয়ে আমাদেরকেই বছরের পর বছর চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। এমন অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে দ্রুতই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক মোখলেছুর রহমান জানান, ট্রাক্টরে খোলামেলা ভাবে বালু পরিবহনের ফলে বাতাসে সেই বালুর কণা উড়ে এসে আমার চোখে ঢুকে। চোখে অসহ‍্য যন্ত্রণা হলে  চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, এসব অবৈধ যানবাহন বন্ধে খুব দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews