মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ২ হাজার ২৭০ কৃষকের মাঝে কৃষি
প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার-বীজ বিতরণের উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা
হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান,
এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী, উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম,
আ.লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি
আনারুল ইসলাম মিঠু।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, সহকারি কমিশনার (ভ‚মি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক
প্রমূখ। রোপা আমন ধানের (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
প্রণোদনা হিসেবে ২ হাজার ২৭০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে বীজ ৫ কেজি, ডিওপি ও
এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।# মো. আইনুল হোসেন,