মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অধিক লাভের আশায় আগাম জাতের
কেরালা সীম চাষ করে সর্বশান্ত হয়েছেন এক কৃষক। জানা গেছে, শিবরামপুর গ্রামের কৃষক
আব্দুর রশিদ ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে তার তিন বিঘা জমিতে কেরালা সীম চাষ করেন।
সময়মত সীমের গাছ হলেও গাছে সীম না ধরায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন
তিনি। কৃষক আব্দুর রশিদ বলেন, ফেসবুকে বিজ্ঞাপন দেখে আগাম জাতের কেরালা সীম চাষে
আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে বিজ্ঞাপনদাতাদের সাথে যোগাযোগ করে ফরিদপুর থেকে
তিনি কেরালা সারফান- ১৬, ২৭ ও ৩১ জাতের বীজ সংগ্রহ করেন। তারা প্রতি কেজি বীজের দাম
নেয় ৪ হাজার টাকা। তিন বিঘা জমিতে তার সাড়ে চার কেজি বীজ লাগে।
গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি জমিতে এ সীমের বীজ বপণ করেন। আগষ্ট থেকে সীম ওঠার কথা ছিল
কিন্তু সীমের গাছ বড় হওয়ার পর ফুল ধরলেও সেসব গাছে কোন সীম ধরেনি। এ সময় তিনি
স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানীর ঔষধ
প্রয়োগের পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী সেসব ঔষধ প্রয়োগ করেও কোন ফল পাননি
বলে জানান কৃষক আব্দুর রশিদ। তিন বিঘা জমিতে এ সীম চাষ করতে বীজ, সার, কীটনাশক ও
ঔষধ প্রয়োগে তার দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। দেড় লক্ষ টাকা খরচ করার পরও কৃষক আব্দুর রশিদ এক
টাকারও সীম বিক্রি করতে পারেনি। এতে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সীম
শীতকালীন সবজি, সময়োপযোগী চাষ না করা সহ প্রতিকূল আবহাওয়ার কারণে সীমের এ
জাতগুলোতে এ এলাকায় ফল ধরেনি।