মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে
বিগত ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ও খুনিদের
শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা সদরের বাস স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মাহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে
ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, সাবেক আমির শহিদুল
ইসলাম ফারুকী, জামায়াতে ইসলামী মাহাদেবপুর উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ
মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা
কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।