গতকাল ০৫ জুন ২০২৩ তারিখ বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীবৃন্দ।
আলোচনা সভায় সকলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলেই গুরুত্বপূর্ণ মতামত দেন। এ সময় মাননীয় সংসদ সদস্য পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। তিনি মাগুরার উপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে সবাইকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান। প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে যেন আগামী প্রজন্মের নিকট আমরা একটি সুখী, সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে পারি। তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন এবং এরই মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহবান জানান।