1. dailybogratimes@gmail.com : admin :
মান্দায় কালিগ্রম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  - Daily Bogra Times
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

মান্দায় কালিগ্রম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মোঃ রওশন আলমঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
মান্দায় কালিগ্রম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 
print news

মোঃ রওশন আলম (মান্দা) নওগাঁ-  নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহ্যবাহী কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৫৪ তম ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) খ্রিঃ সকালে  উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। এই অনুষ্ঠানে খেলাধুলার জন্য কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা সহ আশেপাশে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত খেলাধুলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকার অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মান্দা নওগাঁ, গোলাম সারোয়ার (স্বপন) প্রধান শিক্ষক ডিএ উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা শাখা, অধ্যাপক এমদাদুল হক বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মান্দা থানা শিক্ষক সমিতির সভাপতি ইরফান আলী মন্ডল, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। 

 উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারি টিপু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন। 

তিনি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে আরো বলেন, বর্তমানে যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে এই নেশা থেকে দূরে সরে আসার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি এবং পড়াশোনা প্রতি মনোযোগ বৃদ্ধি করাতে হবে তাহলেই যুবসমাজকে মাদকমুক্ত সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। 

অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews