মোঃ রওশন আলম(মান্দা)নওগাঁ- নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি ১২:০১ মিনিটে মান্দা উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া, মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আনসার ও ভিডিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্যে বলেন, মাতৃভাষার জন্য এই আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য গর্বের বিষয় ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানাতে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।