মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি,:- আগামী শুক্রবার ২৯ নভেম্বর থেকে যশোর উপশহর মার্কাজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমা শুরু উপলক্ষে মার্কাজ মসজিদের মাঠ প্রস্তুতির কাজ চলছে।
ইজতেমার সাথী লোকমান হোসেন জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হবে। রোববার ৩১নভেম্বর সকাল সাড়ে ১১টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
ইজতেমায় জেলার প্রায় ২০ হাজার মুসল্লির সমাগম হবে। সে লক্ষে মাঠে ৭টি খিত্তা থাকবে। এর পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া ও মরক্কোর মুরব্বীরা থাকবেন।
ইজতেমায় আগত মুসল্লীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ১৫০টি বাথরুম, গোসল ও ওযুর জন্য ৪০০টি পানির ট্যাপ ও ৭টি ট্যাংকি। তিনি জানান আমবয়ান কে করবেন সেটা কাকরাইলের মুরব্বীরা পরামর্শ করে নির্ধারণ করবেন।