সঞ্জয় লীলা বানসালির প্রথম পরিচালিত সিরিজ ‘হীরামান্ডি’ নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। এই সিরিজে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতীয় প্রেক্ষাপটে যৌনকর্মীদের অবস্থানের কাহিনিই এতে প্রতিফলিত হয়েছে। এবার আসছে ‘হীরামান্ডি টু’।
সোমবার (৩ জুন) সেই খবরই জানালো নেটফ্লিক্স।
এদিন মুম্বাইয়ের কার্টার রোডে ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, হীরামান্ডি টু’-যখন আসবে’।
এক বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শো-টি। সেজন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা ফিরবো।’
সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তাঁর অভিনয়েই ধরা পড়েছে কঠোর পরিশ্রম। সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেহগাল, অদিতি রাও এবং সঞ্জিদা শেখ। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শক মহলের।