তরিকুল ইসলাম, রংপুর- বুধবার (২৭ ডিসেম্বর) রংপুর জেলা তথ্য অফিস আয়োজন করে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোসাদ্দেক হোসেন বাবলু। এতে সভাপতিত্ব করেন জেলার সিনিয়র তথ্য অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অফিসের কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।