রংপুর প্রতিনিধিঃ- রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির ডিএনএ টেস্টে পরিচয় পেয়ে ছেলের নামে অর্ধেক সম্পত্তি লিখে দেওয়ার শর্তে আসাদুল ইসলাম (৪২) নামের একজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চ এই জামিন দেন।
আগামী ২১ মে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে আসামির আইনজীবীকে আদালতে জানাতে বলা হয়েছে। এ রায় ঘোষণার সময় আসাদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের দায়ে আসাদুল ইসলামকে ২০১৮ সালের ৩০ এপ্রিল রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করে হাইকোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামি আসাদুল ইসলামের নিজের ও তাঁর বাবার নামে অনেক জমি রয়েছে। পৈতৃক সূত্রে পাওয়া আসাদুলের সম্পত্তির অর্ধেক লিখে দেওয়ার শর্তে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। বিষয়টি সমাধানের জন্য আসামিপক্ষের আইনজীবী নূরুল ইসলাম সুজনকে আদালতের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।’