তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধিঃ- রংপুরে কয়েক দিন ধরে টানা রোদ এবং তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রখর রোদে মানুষের হাসফাস অবস্থা। বৃষ্টিরও দেখা নেই অনেক দিন থেকে। আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে তীব্র গরমে ডায়রিয়া ও হিট স্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। সবমিলিয়ে রংপুর নগরীসহ জেলার সর্বত্র গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে।
এক পশলার বৃষ্টির অপেক্ষায় উত্তর জনপদের মানুষ। এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আবহাওয়া অফিস দুঃসংবাদ দিয়ে বলছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সামনের দিনগুলোতে মাঝারি থেকে তীব্র ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) তা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত কয়েকদিন তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা নামা করছে।
তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। গতবছরে রংপুর অঞ্চলে ১৯৮১ সালের পর চলতি মাসের ১ জুন আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী এক সপ্তাহ এমন তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করবে।