1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
রবীন্দ্রী সংগীতে জেলা পর্যায়ে শ্রেষ্ট আদমদীঘির দিতা সরকার » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

রবীন্দ্রী সংগীতে জেলা পর্যায়ে শ্রেষ্ট আদমদীঘির দিতা সরকার

কে এম ওমর ফারুক - আদমদীঘি (বগুড়া)
  • বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত
print news

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় ঘ-বিভাগে(রবীন্দ্রী সংগীত-এ) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন আদমদীঘি রহিম উদ্দীন কলেজের ছাত্রী দিতী সরকার ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষনা দেন বলে নিশ্চিত করেছেন রহিম উদ্দীন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। আগামী ২৭মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দিতী সরকার। ইচ্ছা শক্তি আর সাহসী মনোবলই পারে উচ্চ শিকড়ে উঠতে। সেটিই প্রমান করতে চায় দিতী সরকার। সাফল্য অর্জনকারী ছাত্রী দিতী সরকার একটি সাধারন পরিবারের মেয়ে। তার বাবা উপজেলা সদরের চড়কতলা গ্রামের বাসিন্দা জ্যোর্তিরময় চন্দ্র সরকার নিন্মবিত্ত পরিবারের হলেও অনেক আশা নিয়ে মেয়েকে পড়াশুনা করাচ্ছেন। গরীব বাবার অভাবের সংসারে যোগান দিতে পড়াশুনার পাশাপাশি দিতী সরকার উপজেলা সদরের মোস্তফা মার্কেটের ২য় তলায় একটি পার্লার দিয়েছে। পার্লারের নাম দিয়েছে“অদ্বিতীয়া বিউটি পার্লার”। কলেজ আর পড়াশুনার ফাকে পার্লারের কাজ নিজেই করে দিতী সরকার। অভাব,অনটর আর দারিদ্রতা দুর করে নিজ পায়ে দাাঁড়ানোও যেন তার লক্ষ্য। দিতী সরকার জেলা পর্যায়ে ঘ-বিভাগে জেলার শ্রেষ্ঠ নির্বচিত হওয়াতে কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাককরা খুবই আনন্দিত। এদিকে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৩ প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে গ্রুপে (একাদশ-দ্বাদশ) ৮জন এবং ঘ-গ্রুপে(১৩শ-১৭শ শ্রেণি)৭জন অর্থাৎ মোট ১৫জন ছাত্র-ছাত্রীই এ কলেজ হতে ১ম হয়ে নিরস্কুশ বিজয় অর্জন করেছে। চলতি ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আদমদীঘি রহিম উদ্দীন কলেজ ৪র্থ বারের মত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

এর আগে এই প্রতিষ্ঠানটি গত ২০১৮,২০১৯ ও ২০২০ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন হিসেবে নির্বাচিত হন। কলেজের এই ধারাবাহিকতা সাফল্য গভনিং বডির সুদক্ষ পরিচালনা পদ্ধতি,শিক্ষক,শিক্ষার্থী ও সচেতন অভিভাবকের ঐকান্তিক সহযোগিতার ফসল বলে মনে করেন অধ্যক্ষ আব্দুর রহমান।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews