মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন,বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীতে হাট ইজারা নিয়ে দ্বন্দ্বঃ আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় ঝলমুলিয়া হাটের নতুন ইজাদার নাজমুল ইসলাম সুমন (৪২) কে রাস্তায় ছাত্রলীগের কর্মীরা গুরুতর আহত করেছে। নাজমুল ইসলাম সুমন ঝালমুড়িয়া হাটের ইজারাদার ও সাবেক সেনা সদস্য। উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সুমনের বাবা নজরুল পুঠিয়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি।
সুমনের আত্মীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখে আনুষ্ঠানিক ভাবে হাট ইজারা দেওয়া হয়। সরকারিভাবে হাট ইজারা পায় সুমন। হাট ইজারা না পাওয়াই ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিবুর রহমান মিঠু যিনি পূর্বে হাট পরিচালনা করতেন। হাট ইজারা না পেয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মিঠু ও তার ছাত্রলীগের কিছু লোকজন হাটে চাঁদাবাজি করতে যাই। সেটা জানার পর সুমন সেটার প্রতিবাদ করতে গেলে দ্বন্দ্ব তাদের বাড়তে থাকে ।এই দন্ডের জের ধরে রবিবার সন্ধ্য সুমনকে একা পেয়ে ধারালো অস্ত্র কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় পেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় । তাকে রক্তদানের পরেও তার অবস্থা আশঙ্কাজনক ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন মুঠোফোনে জানায়, এলাকা বাসীর সূত্রে জানতে পারি , রাজনৈতিক ভাবে এদের দ্বন্দ্ব ছিল । হাট কে কেন্দ্র করে দ্বন্দ্বটি আরো বেড়ে এমন পর্যায়ে যায়। সুমন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে এখনো কোনো অভিযোগ হয় নাই। আমি ফোর্স পাঠিয়েছি তদন্তর জন্য। খুব শীঘ্রই এটার ব্যবস্থা নেওয়া হবে।