1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
রাজশাহীর পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি বীরের দল ডাঃ এজেডএম জাহিদ হোসেন ৪দিনে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে ৪১০ মেট্রিক টন চাল আমদানি হিলিতে কমেছে পেঁয়াজের দাম কেজি ৬০ টাকা রাণীনগরে মাদক ব্যবসায়ী আটক সুন্দরগঞ্জে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার ২ কারবারি গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন রাজশাহীতে বিচারের মীমাংসার সময় বিএনপি নেতাকে ছুরিকাঘাত আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ সাড়ে ৫০০ ফ্রিজ করা একাউন্টে ১৪ হাজার ৫০০ কোটি টাকা প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় : ডা. শফিকুর রহমান পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত বেড়ে ৪২ নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২ বেনাপোল সীমান্ত থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহীর পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
রাজশাহীর পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার
print news

রাজশাহীর পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: ২২ অক্টোবর ২০২৩ খ্রি. রাত ১০:০০ টা   হতে রাত ১২:০০ টা পর্যন্ত রাজশাহী জেলার পুঠিয়া থানা এবং চারঘাট থানার পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম। তাঁরা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের দুর্গামাতার মন্দির এবং চারঘাটের সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর শ্রী শ্রী কালিমাতার মন্দির এবং চারঘাট থানার সন্নিকটে চারঘাট কেন্দ্রীয় কালিমাতার মন্দির পরিদর্শন করেন। 

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম পুজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাঁরা পুজা উদযাপন কমিটির সাথে কুশলাদি বিনিময় করেন। 

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সুদীর্ঘ কাল হতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে দুর্গাপূজা পালিত হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা নজরদারি করছে। বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম বলেন, রাজশাহী জেলায় ৩৬৩ টি পুজামণ্ডপে দুর্গামাতার আরাধনা চলছে। আমরা প্রতিটি থানার পুজামণ্ডপ পরিদর্শন করছি এবং পুজা উদযাপন কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় করছি। এ শারদীয় দুর্গাপুজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সবরকমের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। 

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

এসময় রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) কেএম নিয়ামত উল্লাহ, চারঘাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান-সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews