1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
রাজশাহীর সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী সহ ২৪ জন আটক  » Daily Bogra Times
Logo বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরের শার্শা প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক লালমনিরহাটে চাঁদা আদায়ের জেরে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৩  আলু বীজ গত বছর ছিল ২৬০০ এবার ৪০০০ হাজার টাকা ফুলবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানর বৃক্ষ রোপণ কর্মসূচির হিমাগারের ১৫ টাকার আলু হয়ে যায় ৭০ টাকা পদ্মায় ইলিশ কম, ঝাকে ঝাকে ধরা পড়ছে পাঙ্গাস ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস প্রেম ও হাত খরচ নিয়ে অভিমান, হত্যার পর মাকে ফ্রিজে রেখে দেয় ছেলে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে সাকিব ফুলছড়িতে প্রশিকার উদ্যোগে আইনগত সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ধান বীজ পাচ্ছেন ২ হাজার ৬শ কৃষক লালমনিরহাটে কৃষকের বাড়িতে সাড়ে ১১ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার মিষ্টি আলু চাষে সফল আটঘরিয়ার কৃষক নুর মুহাম্মদ  ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীর সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী সহ ২৪ জন আটক 

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
রাজশাহীর সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী সহ ২৪ জন আটক 
print news

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ আওয়ামী লীগের ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা এবং মহানগর পুলিশের মিডিয়া উইং রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে।

তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানাগুলোতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কি না সেটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews