বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়াসহ ৯ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ২৯ জুলাই বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে শেষ করে।
এ সময় তাদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে সড়কে অবস্থান নেয়।
সেখানে ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের সাথে কয়েকজন শিক্ষককেও সংহতি জানাতে দেখা গেছে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল।