রাণীশংকৈলে মাল্টা চাষে অভাবনীয় সাফল্য জাহাঙ্গীর আলমের।
তাহেরুল ইসলাম তামিম ভ্রাম্যমাণ প্রতিনিধি ঠাকুরগাঁও : সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে মাল্টা, নুয়ে পড়েছে ডালপালা, এ দৃশ্য ঠাকুরগাঁওয়ে রানিশংকৈল উপজেলার দক্ষিণ ভান্ডারা গ্রামের জাহাঙ্গীর আলম এর মাল্টা বাগানের। থোকায় দুলছে মাল্টা, এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য।
সেখানে গাছে গাছে মাল্টার ছড়াছড়ি দেখে উৎসাহিত হবেন যে কেউ। উপজেলা কৃষি কর্মকর্তাসহ পাশের বিভিন্ন গ্রামের লোকজন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মাল্টা বাগনে।
চাষি জাহাঙ্গীর আলম জানান, ২০১৯ সালে রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক জাহাঙ্গীর আলমের মাল্টাচাষে আগ্রহ দেখে কৃষি বিভাগ তাকে মাল্টা চাষের প্রশিক্ষণ শেষে বারি মাল্টা-১ জাতের ৫০০টি চারা, সার কীটনাশক, সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন। প্রায় ২একর জমিতে চারা গুলো রোপণ করেন। গাছ লাগানোর ৩ বছরের মধ্যে তার বাগানের তিন চতুর্থাংশ থোকায় থোকায় মাল্টা ধরতে শুরু করে।
২০২১ সালে তার বাগান থেকে প্রথম ৪৬ হাজার টাকা আয় করেন। পরের বছরে ২০২২ সালে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছর ২ লাখ টাকার মাল্টা বিক্রয় করেন।
এ বছর তিনি ৮ লাখ টাকার মাল্টা বিক্রির হলে, এতে তার ২ লক্ষ্য টাকা খরচ হবে এবং ৬ লক্ষ্য লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।