রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে পার পাওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।’
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি পরীক্ষা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপাচার্য আরো বলেন, বিগত সময়ে কিছু অসাধুচক্র ভর্তিচ্ছু কিংবা তাদের অভিভাবকের নিকট থেকে ভর্তির সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। এমনকি ভর্তিচ্ছুর অত্যাবশ্যকীয় কাগজপত্র জমাও রাখার পাশাপাশি রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করেছে। অথচ ঐ সকল ভর্তিচ্ছু নিজ যোগ্যতায় ভর্তির সুযোগ পেয়েও প্রতারণার শিকার হয়।’ এ ধরণের প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামী ৫ থেকে ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ জন। প্রতি আসনে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী। এ ইউনিটে ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, বি ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং সি ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে।