1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথায় থাকবেন, নির্ধারণ করবে ছাত্রসমাজ : সারজিস » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা, সঙ্গী এখন সাপ বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’ : রাষ্ট্রপতির সরগম সংগীত একাডেমী’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ পাঁচবিবিতে বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে সাবেক সভাপতির সংবাদ সম্মেলন রাণীনগরে একমঞ্চে দ্বারিয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী  কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ফুলবাড়ীতে পরিবেশের উপর সংলাপ ও লিফলেট বিতরণ পাঁচবিবিতে ২৫ ঘন্টা পর নদীতে নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার  শেরপুরে চুরি যাওয়া অটোরিকসাসহ তিন চোর গ্রেপ্তার প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারে দেশ আর গরিব থাকবে না তাইজুলের ৫ উইকেটের পরও প্রথম দিন দ. আফ্রিকার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথায় থাকবেন, নির্ধারণ করবে ছাত্রসমাজ : সারজিস পাঁচবিবিতে বাদীপক্ষ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করলো আসামীরা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথায় থাকবেন, নির্ধারণ করবে ছাত্রসমাজ : সারজিস

নিউজ ডেস্কঃ-
  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
https://dailybogratimes.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95/
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষের বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার, তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্রসমাজ নতুন করে নির্ধারণ করবে

শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নিজের কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের করা মন্তব্যের প্রতিবাদে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় নানা প্রসঙ্গে কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘৫ আগস্টের পর আমরা হয়ত ঐক্যবদ্ধ না থাকার কারণে যথাযথ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারিনি। সে অর্থে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারিনি। যে কারণে চুপ্পুর মতো মানুষ এখনও প্রেসিডেন্টের মতো পদে বসে আছে। তার মতো মানুষ, আজকে তিনি বলছেন শেখ হাসিনার রিজাইন পেপার নাকি তিনি দেখেননি। কোন সাহসে তিনি এ কথা বলতে পারেন?’

‘শেখ হাসিনার রিজাইন পেপার যদি তিনি নিজের না দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার, তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্রসমাজ নতুন করে নির্ধারণ করবে।’

এই সমন্বয়ক বলেন, যারা দেখেও অনেক কিছু না দেখার ভান করছেন তাদের আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাইকোর্ট, সচিবালয়সহ বিভিন্ন অফিস থেকে অনেকে অনেক কিছু নতুন করে চিন্তা করছিল। বাংলাদেশকে নাকি ব্লাকআউট করা হবে। আমরা বিশ্বাস করি ও স্পষ্ট করে বলি, আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য বা বিভাজন থাকতে পারে কিন্তু আবার যদি পুরো দেশের স্বার্থ সামনে আসে তাহলে আমার যেসব ভাই হাসপাতালে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাত হারিয়েছে, চোখের আলো হারিয়েছে তারা আবারও জীবন দিতে রাজপথে নামার জন্য প্রস্তুত আছে। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, কুমিল্লা, চট্টগ্রাম বা ঢাকার গুলিস্তান বলি, বিন্দুমাত্র কেউ যদি আজকের পর থেকে ওই খুনিদের পুনর্বাসনের জন্য চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।

সারজিস আলম বলেন, কিছু ব্যক্তিত্বহীন বিবেক বোধহীন মানুষ এখন গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন। বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের ভোটাধিকার যখন কেড়ে নেওয়া হয়েছিল তখন তাদের গণতান্ত্রিক রাজনীতির কথা কোথায় ছিল। বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেননি। যখন প্রত্যেকদিন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার ছক কষা হয়েছে, যখন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগের ভূমিমন্ত্রী নাকি কানাডায় ৩৬০টি কিনেছেন, তার শরীরের প্রত্যেকটি হাড়কে যদি প্রত্যেকটি বাড়িতে কবর হিসেবেও রাখা হয় তবুও তার মৃত্যুর পর ৩৬০টি বাড়ির প্রয়োজন নেই। এই যে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, যা পশ্চিম পাকিস্তানের শোষণকেও ছাড়িয়ে যায়, তখন সেই ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন লোকগুলো কোথায় ছিলেন।

রাজনৈতিক তকমা দিয়ে নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৬ বছরে এই বাংলাদেশে দাড়ি-টুপি দেখে যখন তখন যে কাউকে জামায়াত-শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে। গঠনমূলক সমালোচনা দেখে বিভিন্নজনকে গুম খুন করা হয়েছে। তখন তাদের এই ডেমোক্রেটিক রাইটসগুলো কোথায় ছিল। তাদের বলতে হবে একটি সুষ্ঠু নির্বাচন চাওয়ার কারণে পীর সাহেব চরমোনাইকে রক্তাক্ত করা হয়েছিল, তখন ডেমোক্রেটিক রাইটস কোথায় ছিল তাদের।

‘বাংলাদেশের মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল একটার পর একটা নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট দিতে দেয়নি। জাতীয় পার্টির মতো দালাল মেরুদণ্ডহীন বিবেক বোধহীন দল ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়ার অবৈধ চেষ্টা করেছে। তখন তাদের বিবেকবোধ কোথায় ছিল।’

সারজিস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল যখন এক হলো তখন ভণ্ড নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতাকর্মীরা ৫ আগস্টের পূর্বে গণভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমাদের রাজাকার, পাকিস্তানি প্রেতাত্মা বলে অভিহিত করেছিল। আমার দুই হাজার ভাই বোনের জীবন কেড়ে নেওয়ার জন্য, ৫০ হাজার ভাই-বোনকে রক্তাক্ত করার জন্য পেছনে-সামনে থেকে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছিল তারা। তাদের সঙ্গে এক টেবিলে কোনো দিন বৈঠক হতে পারে না।

বাংলাদেশে যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আসছে তখন আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলের নাম কীভাবে আসতে পারে– উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬ বছরের প্রত্যেকটি হত্যা, খুনের হিসাব নিতে হবে। যতদিন এ হিসাব না হয় ততদিন কেউ যদি মনে করে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক কোনো একটি নির্বাচন হবে, সামনে বা নিকট ভবিষ্যতে হবে, তাহলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র সমাজ বলছি, আবারও আমরা রাজপথে নামব। ৫ আগস্ট গণঅভ্যুত্থান ঘটাতে যারা বা যেসব রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছেন, আপনারাও আমাদের সঙ্গে মাঠে নামবেন।

ফ্যাসিস্টের মাথাটি সরেছে, ফ্যাসিস্ট সিস্টেম রয়ে গেছে উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, ওই মাথাটি এমন একটি জায়গায় আছে, সেই জায়গা থেকে এই মাথাটি কোনো এজেন্সি বা দেশের মাধ্যমে হোক কুচক্র বা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে আমাদের মধ্যে বিভাজন করার জন্য। আমাদের মতামত বা রাজনীতি মতাদর্শ ভিন্ন হতে পারে, কর্মপরিকল্পনা ভিন্ন হতে পারে কিন্তু একটি প্রশ্নে আমাদের এক হতে হবে, যখন এই ফ্যাসিস্টরা কোনো ধরনের অপচেষ্টা বা বাংলাদেশে নোংরা রাজনীতির চেষ্টা করে তখন নামতে হবে। সবাইকে নামতে হবে। পাঁচ মিনিটের নোটিশে হলেও নামতে হবে।

গত তিনটি নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে সারজিস বলেন, নির্বাচনের নামে বাংলাদেশের শুধু ভণ্ডামি হয়েছে। বিগত তিনটি নির্বাচনকে যদি বাতিল করা হয় তাহলে এই তিন নির্বাচনে ভোটাধিকার হরণ করার জন্য আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, তার জবাব আমাদেরকে দিতে হবে। নির্বাচনের নামে প্রহসন করায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিগত সময়ে বিগত ১৬ বছরে জনগণের ট্যাক্সের টাকায় যেসব সুবিধা নিয়েছে তা ফেরত দিতে হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
DMCA.com Protection Status
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews