1. dailybogratimes@gmail.com : admin :
রাসুল (সাঃ) এর রওজা মুবারক জিয়ারত: মুসলিমদের জন্য এক মহান প্রেরণা - Daily Bogra Times
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহাসড়কে ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে শেরপুরে বিশাল মানববন্ধন বগুড়ার শেরপুরে পরকীয়া প্রেমের বলি হয়ে হত্যার শিকার যুবক, রহস্য উদ্‌ঘাটন কোনো ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবেনা না, যদি না বিচার বিভাগে সংস্কার ঘটে- হিলিতে প্রধান বিচারপতি রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা  রাণীশংকৈলে গাভিন গরু জবাইয়ের দায়ে ৫ হাজার জরিমানা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল সীমান্তে  ৯ বাংলাদেশি আটক                                                           গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল বগুড়ায় পর্যটন স্পট’র সল্পতা, ‘মিনি জাফলংয়ের দুষিত পানিতেই মজা নিচ্ছেন ভ্রমন পিপাসুরা গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা  ধানকে তাপপ্রবাহ থেকে বাঁচাতে সতর্কতা, তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি

রাসুল (সাঃ) এর রওজা মুবারক জিয়ারত: মুসলিমদের জন্য এক মহান প্রেরণা

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮ Time View
রাসুল (সাঃ) এর রওজা মুবারক জিয়ারত: মুসলিমদের জন্য এক মহান প্রেরণা
print news

মদিনা মুনাওয়ারা, ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর,  মদিনায় পৌঁছানোর সাথে সাথে মসজিদে নববীর সবুজ গম্বুজ চোখে পড়ে, যেখানে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ (সা.)—এর রওজা মুবারক অবস্থিত। এই পবিত্র স্থানটি বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য একটি আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্র। মসজিদে নববীতে অবস্থিত রওজা মুবারক জিয়ারত করা প্রত্যেক মুমিনের জন্য একটি স্বপ্ন এবং অপূর্ব শান্তির উৎস।

রওজা মুবারকে রাসূল (সা.)—এর কবর শরীফ রয়েছে। তাঁর পাশে প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.)—এর কবর এবং ভবিষ্যতে এখানে হযরত ঈসা (আঃ) শায়িত হবেন এ জন্য শায়িত জায়গাটি ফাকা রাখা হয়েছে।  

এছারাও হযরত উসমান (রা.)—এর কবর জান্নাতুল বাকীতে অবস্থিত, যা মদিনার একটি পবিত্র কবরস্থান। এছাড়া, হযরত ফাতিমা (রা.) — নবীজির কন্যাও সেখানে শায়িত আছেন। এই স্থানটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং এটি মুসলিম উম্মাহর জন্য প্রেম, শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। নবী (সা.)—এর রওজা শরিফেই সীমাবদ্ধ নয়, বরং এখানে প্রতিটি সড়ক, প্রতিটি কোণা, এমনকি এখানকার ধুলাবালি পর্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়।
জিয়ারতের সময় দাঁড়িয়ে দোয়া করার মুহূর্তে একজন মুমিন আল্লাহর রহমত ও রাসূল (সা.)—এর শাফায়াতের আশা নিয়ে মগ্ন হয়ে যায়।

জিয়ারতকারীরা এখানে এসে নামাজ আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন এবং রাসূল (সা.)—এর প্রতি সালাম পেশ করেন । এই অভিজ্ঞতা শুধু শারীরিক নয়, বরং হৃদয় ও আত্মার এক গভীর সফর।
এখানকার পরিবেশে এক অদ্ভুত শান্তি ও পবিত্রতার অনুভূতি বিরাজ করে, যা জিয়ারতকারীদের মনে চিরস্থায়ী ছাপ রেখে যায়।

রওজা মুবারক জিয়ারতের জন্য কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি। জিয়ারতকারীদের উচিত পবিত্র অবস্থায় থাকা, সম্মানজনক পোশাক পরা এবং শান্তভাবে দোয়া ও সালাম পড়া

১। নবীজির রওজা মুবারক জিয়ারতের দোয়া: “আসসালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খাতামুর রসূল, আসসালামু আলাইকা ইয়া আবতু, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ”
২। মসজিদে নববীতে প্রবেশের সময় দোয়া:”আউজু বিল্লাহি আল আযীম, ওয়া বিজাহি নাবীহিল ক্বাদী আল ক্বাদীর”
৩। রিয়াজুল জান্নাহ তে দোয়া:”আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল—জান্নাহ ওয়া আউদু বিকা মিন আন—নার”। রিয়াজুল জান্নাহ হলো মসজিদে নববীতে অবস্থিত জান্নাতের একটি অংশ ।
৪। নবী (সা.)—এর কবরের পাশে দোয়া: “আসসালামু আলাইকা ইয়াহ রসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়াহ খাতামুর রসূল, আসসালামু আলাইকা ইয়াহ নাবী আল্লাহ”
৫। জান্নাতুল বাকীতে দোয়া: “আসসালামু আলাইকুম, হুয়া সাকিনুন ফিল জান্নাহ”
৬। সর্বশেষ দোয়া: “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন”

এটি কেবল একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং রাসূল (সা.)—এর প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। মদিনার এই পবিত্র জিয়ারত প্রতিটি মুসলমানের জীবনে একটি অমূল্য সম্পদ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews